সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে যুক্ত হয়েছে ভিডিও চ্যানেল সুবিধা। সরাসরি ভিডিও দেখার সুবিধা ফেসবুকে আগে থেকে যুক্ত থাকলেও তা ছিল অন্য মাধ্যম ব্যবহার করে ভিডিও দেখা। তবে এবার ফেসবুক লাইভ নামের প্রোগ্রামের মাধ্যমে এ সুবিধা যুক্ত হচ্ছে ফেসবুকে।
ইউস্ট্রিম আর লাইভস্ট্রিমের মাধ্যমে ফেসবুক পেইজে ভিডিও দেখার সুবিধা থাকলেও ফেসবুক লাইভ নামে নতুন এই প্রোগ্রামটি বিশেষবৈশিষ্ট্যসম্পন্ন।সামাজিক যোগাযোগের সাইটগুলোর জন্য এ প্রোগ্রামটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ সুবিধাটির মাধ্যমে সহজে ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে। যা অনেকটা নিজের জানালা দিয়ে সরাসরি কিছু দেখার মতোই। তবে ফেসবুক লাইভে সরাসরি ভিডিও দেখার সুবিধা ছাড়াও রয়েছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের সুবিধা, বন্ধুদের কার্যক্রম সরাসরি দেখার (লাইভ ফিড) সুবিধা, যা ভিডিও দেখার অন্য প্রোগ্রামেও রয়েছে। নতুন এ সুবিধা যুক্ত হওয়ার ফলে কেমন হবে ফেসবুক, তা নিয়েই চলছে আলোচনা। কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে গ্রাহকদের অনেক সুবিধাই হবে, যা কাজের ক্ষেত্রে বেশ সহায়কও হবে।

Custom Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment