
Custom Search
জিমেইলে ব্যবহার করুন গুগলের বিভিন্ন সেবা
জিমেইলের মাধ্যমে গুগলের বিভিন্ন সেবা পাওয়া সম্ভব। এ জন্য মুক্ত ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের মাধ্যমে এসব সুবিধা পাওয়া যাবে। ফায়ারফক্সের মাধ্যমে জিমেইল ব্যবহার করে গুগল রিডার, ছবি দেখার জন্য পিকাসা, ক্যালেন্ডার, সংবাদ, নোটবুক, গ্রুপ, মানচিত্র, গেজেট ইত্যাদি সেবা একসঙ্গে ব্যবহার করা যাবে। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/9457 ঠিকানার ওয়েবসাইট থেকে Integrated এ mail নামের একটি অ্যাডঅন প্রোগ্রাম নামিয়ে নিন। এবার ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার tools মেনু থেকে Integrated এ mail-এ ক্লিক করুন এবং element section অপশনের add বাটনে ক্লিক করে পছন্দের সেবাগুলো আনুন এবং ইচ্ছামতো সাজিয়ে Ok করে বন্ধ করুন। এখন জিমেইল চালু করলেই সেবাগুলো পাওয়া যাবে।
Labels:
general tips,
tips only
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment