Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

ফ্ল্যাশ প্লেয়ার ছাড়াই ইউটিউব ভিডিও দেখুন

সম্প্রতি গুগল ইউটিউবে এইচটিএমএল৫ ভিডিও ট্যাগের পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে। এই ধরনের ভিডিও ট্যাগ ব্যবহার করা হলে অ্যাডবি ফ্ল্যাশ পাগইন ছাড়াই ওয়েবসাইটের ভিডিও দেখা যাবে। স্ট্রিমিং ভিডিও চালানোর জন্য কম্পিউটারে ইনস্টল করা কোনো একটি মিডিয়া প্লেয়ারকে ব্যবহার করা হবে। এই পদ্ধতির বিশেষ সুবিধা হলো অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ারের মতো এটি কম্পিউটারের অন্যান্য কাজকে বাধাগ্রস্ত করবে না বা ভিডিও চালানোর জন্য ওয়েব ব্রাউজারটি ক্র্যাশ করবে না। সেই সঙ্গে এইচটিএমএল৫ ট্যাগ ব্যবহারের কারণে এই ভিডিওগুলো ওয়েবসাইটে সাধারণ ছবির মতো বিভিন্নভাবে সম্পাদনা করে ব্যবহার করা যাবে। সিএসএসের মাধ্যমে ভিডিওগুলো বিশেশভাবে উপস্থাপন করা যাবে আগের তুলনায় অনেক সহজ পদ্ধতিতে।
ইউটিউবে এইচ.২৬৪ ভিডিও কোডেক ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সাফারি এবং গুগল ক্রোম ইউটিউবের এইচটিএমএল৫ প্লেয়ার সমর্থন করে। এইচটিএমএল৫-এর উপযোগী মুক্ত মিডিয়া ফাইল ফরম্যাট ওজিজি থিওরা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের মাধ্যমে চালানো যায়।
ইউটিউবের এইচটিএমএল৫ ভিডিও ট্যাগ একটি পরীক্ষামূলক সংস্করণ। তাই এটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন—এখন এই পদ্ধতিতে যে ভিডিওগুলো দেখা যাবে সেগুলোতে কোনো বিজ্ঞাপন, ক্যাপশন বা সাবটাইটেল থাকবে না। সেই সঙ্গে এই ভিডিওগুলো এমন সব ওয়েব ব্রাউজার থেকে চালানো যাবে যেটি এইচটিএমএল৫ সমর্থন করে এবং এইচ.২৬৪ ভিডিও কোডেক রয়েছে।
ইউটিউবের এইচটিএমএল৫-এর পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করা যাবে http://youtube.com/html5 ওয়েবসাইট থেকে। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং সাফারি এর এইচটিএমএল৫ সমর্থন করলেও ইন্টারনেট এক্সপ্লোরার ডিফল্টভাবে এটি সমর্থন করে না। ইন্টারনেট এক্সপ্লোরার থেকে এই ভিডিও দেখতে ‘ক্রোম ফ্রেম’ নামের প্লাগইনটি ইনস্টল করা থাকতে হবে। ক্রোম ফ্রেম নামিয়ে নেয়ার ঠিকানা-http://code.google.com/chrome/chromeframe

No comments:

Post a Comment

bangla font problem