Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

আইপি ঠিকানা সম্পর্কে জানুন

আপনি বর্তমানে যে কম্পিউটারে বসা আছেন সেই কম্পিউটার এখন কোনো আইপি ঠিকানা ব্যবহার করছে অর্থাৎ আপনার বর্তমান আইপি ঠিকানা কত তা জানার জন্য www.ip-adress.com ঠিকানায় যান। এখানে আপনি আরও জানতে পারবেন আপনার আইপি ঠিকানার অবস্থান এবং আইপি ঠিকানার আইএসপি। আপনার কম্পিউটারের আইপি ঠিকানা পরিবর্তন করার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আবার সংযোগ দিন। দেখবেন আপনার কম্পিউটারের আইপি ঠিকানা পরিবর্তন হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে পৃথিবীর যেকোনো সাইটের আইপি ঠিকানা জানতে পারবেন। এর জন্য প্রথমে www.ip-adress.com/whois এই ঠিকানায় গিয়ে টেক্সবক্সে যেকোনো সাইটের এড্রেস লিখে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে আপনি ওই সাইটটির আইপি ঠিকানা জানতে পারবেন এবং এর সঙ্গে ওই সাইটটির মূল্য, বিশ্বে এর অবস্থান, র‌্যাংকিং, সার্ভারের অবস্থানসহ আরও অনেক কিছু জানতে পারবেন।

No comments:

Post a Comment

bangla font problem