Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

গুগলে তথ্য খুঁজুন সহজে

জনপ্রিয়সার্চ ইঞ্জিন গুগলেব্যবহারকারীরা নানা ধরনের তথ্যখুঁজে থাকেন। তথ্যখোঁজার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে সহজে কাঙ্খিত তথ্য পাওয়া সম্ভব।

* আপনার ওয়েবপেজ বা ব্লগের সঙ্গে আর কোন কোন লিংক যুক্ত আছে সেগুলো জানার জন্য আপনার ওয়েবপেজ বা ব্লগের নামের আগে link: লিখে গুগলে সার্চ করুন। যেমন: link:http://www.prothom-alo.com
 *কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য ওই শব্দের আগে define লিখে গুগলে সার্চ করুন। শব্দের সংজ্ঞা জানতে পারবেন। যেমন: blog-এর সংজ্ঞা জানার জন্য define blog লিখে সার্চ করুন।
* কোনো কিছু লিখে গুগলে সার্চ করে শুধু pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন। যেমন: blog filetype:pdf
* কোনো অঞ্চলের আবহাওয়ার খবর জানার জন্য weather লিখে তার পাশে ওই অঞ্চলের নাম বা শহরের নাম লিখে গুগলে সার্চ করুন। ওই অঞ্চলের আবহাওয়ার খবর জানতে পারবেন। যেমন: weather Sylhet
* কোনো অঙ্ক বা হিসাবের ফলাফল জানার জন্য ওই সংখ্যাগুলো লিখে গুগলে সার্চ করুন। ফলাফল চলে আসবে। যেমন: ১০০+২০০ লিখে সার্চ করলে ফলাফল আসবে ৩০০।

No comments:

Post a Comment

bangla font problem