Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

গুগল ক্রোমে বাড়তি প্রোগ্রাম

গুগল ক্রোম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার। সমসাময়িক ওয়েব ব্রাউজারগুলোর তুলনায় বেশ কিছু দিক থেকেই এটি বেশ এগিয়ে রয়েছে। সম্প্রতি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য এক্সটেনশন গ্যালারি চালু করেছে। এক্সটেনশন হলো ক্রোম ওয়েব ব্রাউজারের সঙ্গে ব্যবহার উপযোগী অতিরিক্ত অ্যাপলিকেশন। ক্যাটাগরি অনুযায়ী সহজেই প্রয়োজনীয় অ্যাডঅনটি পাওয়া যাবে। যদিও এটি পূর্ণাঙ্গ সংস্করণ নয়, খুব অল্প দিন আগে পরীক্ষামূলকভাবে এটি তৈরি করা হয়েছে, যার ফলে এখানে এক্সটেনশনের সংখ্যাও কিছুটা কম। তবে প্রতিদিনই নতুন নতুন এক্সটেনশন যুক্ত করা হচ্ছে। chrome.google.com/extensions নামের ওয়েবসাইট থেকে এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে। গুগল ক্রোম ওয়েব ব্রাউজার থেকে এই ওয়েবসাইটি ওপেন করে এক্সটেনশনগুলো ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য মূল সাইট থেকে কোনোটি নির্বাচন করা হলে এর পাশে Install নামে একটি বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। chrome.google.com/extensions/developer/dashboard ওয়েবসাইটে ব্যবহারকরীরা নিজেদের তৈরি করা এক্সটেনশন জমা দিতে পারবে। তবে কাজটি করতে হলে গুগলে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। www.chromeextensions.org গুগলের এক্সটেনশন গ্যালারির মতো একটি এক্সটেনশনের সাইট। এটি গুগলের অফিসিয়াল সাইট না হলেও এখানে বেশ কিছু এক্সটেনশন রয়েছে। এগুলো বিভিন্ন ক্যাটাগরি বা বিভাগে ভাগ করা হয়েছে। ফলে সহজেই প্রয়োজনীয় অ্যাডঅনটি খুঁজে পাওয়া যাবে। সাইটে নিবন্ধন করে এখানেও নিজের তৈরি করা এক্সটেনশন জমা দেওয়া যাবে।

No comments:

Post a Comment

bangla font problem