Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

ফায়ারফক্স বাংলা বানান ঠিক করে দেবে

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান যুক্ত আছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানটির নিচে লাল দাগ পড়ে। এই সুবিধাটি পেতে হলে প্রথমে https://addons.mozilla. org/en-US/firefox/addon/13660 ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন। ৩৫৫ কিলোবাইটের একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই কম্পিউটারে ইনস্টল হতে থাকবে। এরপর Restart Firefox-এ ক্লিক করুন। ব্রাউজারটি বন্ধ হয়ে আবার খুলবে। এখন ব্রাউজার দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলাতে লিখে মাউসের ডান বাটনে ক্লিক করে Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে।

No comments:

Post a Comment

bangla font problem