ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ওয়েব ২.০ সুইসাইড মেশিন নামের একটি ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে। এই ওয়েবসাইটে প্রবেশ করে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইল মুছে ফেলতে পারে। এ ছাড়া তারা বন্ধুবান্ধবের নানা তথ্যসহ অন্যান্য তথ্য মুছে ফেলতে পারে। ওয়েব ২.০ সাইটে ঢুকে ফেসবুক ছাড়াও মাইস্পেস, টুইটার ও লিঙ্কেডিনে থাকা বন্ধুদের বিভিন্ন তথ্য মুছে ফেলতে পারে। ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সুইসাইড সাইটটি ফেসবুক নীতিমালার পরিপন্থী। সাইটটি বন্ধ করে দেওয়া হলেও আরেকটি পদ্ধতি চালু করা হচ্ছে, যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা একেবারে মুছে ফেলতে পারবে। এ পদ্ধতি চালু করেছে সেপপুক ডট কম। ফেসবুক জানায়, তারা এ ব্যাপারে সেপপুকু ডট কম ওয়েবসাইটকে একটি চিঠি পাঠিয়েছে। সেপপুকু ডট কম ফেসবুক ব্যবহারকারীদের ‘ডিসকানেক্ট ইওরসেলফ’ বার্তা পাঠিয়ে তাদের প্রোফাইল মুছে ফেলতে উদ্বুদ্ধ করে।
উল্লেখ্য, ওয়েব ২.০ সুইসাইড মেশিন মুক্ত সফটওয়্যার অ্যাপাচে-২-এর মাধ্যমে চলে। —এএফপি অবলম্বনে মাহমুদুর রহমান

Custom Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment