Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

ফায়ারফক্স থেকে টুইটারে নিজের সর্বশেষ অবস্থা

ইন্টারনেটে খুদে ব্লগ লেখার (মাইক্রো ব্লগিং) জনপ্রিয় সফটওয়্যার টুইটারে নিজের সর্বশেষ অবস্থা (স্ট্যাটাস) হালনাগাদ করার অনেক মাধ্যম আছে। এর মধ্যে ফায়ারফক্স থেকে স্ট্যাটাস হালানাগাদ করা এবং স্ট্যাটাস দেখার দারুণ এক প্রোগ্রাম হলো (অ্যাড-অনস) হচ্ছে ইকোফোন। ইকোফোন দিয়ে সহজেই স্ট্যাটাস হালনাগাদ করা যাবে এবং কোনো স্ট্যাটাস এলে বার্তা পাঠাবে।
ইকোফোন www.echofon.com/twitter/firefox ঠিকানার ওয়েবসাইট থেকে ইনস্টল করতে হবে। এরপর ফায়ারফক্স চালু করলে স্ট্যাটাসবারের ডানে ইকোফোনের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করলে Echofon preferences উইন্ডো আসবে। এখানে Add account... বাটনে ক্লিক করে টুয়িটার একাউন্ট যোগ করুন এবং চাইলে অন্যান্য তথ্য পরিবর্তন করে Ok করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে সর্বশেষ স্ট্যাটাসগুলো চলে আসবে।
এখন Echofon আইকনে ক্লিক করলে ইকোফোন উইন্ডো খুলবে এবং Friends, Mentions, Messages ট্যাবে স্ট্যাটাসগুলো দেখা যাবে। কোনো স্ট্যাটাস আপডেট করতে চাইলে নিচের টেক্স বক্সে লিখে এন্টার করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তা আপডেট হবে।

No comments:

Post a Comment

bangla font problem