সম্প্রতি জনপ্রিয় মুক্ত সফটওয়্যার ওপেন অফিস অর্গ ৩.১ সংস্করণের বাংলা সহায়িকা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) তৈরি সম্পূর্ণ বাংলায় এই সহায়িকায় ওপেন অফিস ব্যবহারের বিভিন্ন তথ্য রয়েছে। লিনাক্সের পাশাপাশি উইন্ডোজ, ম্যাকসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে সফটওয়্যারটি ব্যবহার করা যায়।
২০০১ সালে প্রকাশিত অফিস গুচ্ছ ওপেন অফিস অর্গের তৃতীয় সংস্করণটি মাইক্রোসফট অফিসের ফাইল ফরম্যাট অনুযায়ী কাজ করে। এই সহায়িকায় ছয়টি অধ্যায়ে ওপেন অফিস পরিচিতি, এর বিভিন্ন কার্যক্রম, গণিতের সংখ্যা ব্যবহারের পদ্ধতিসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। ওপেন অফিস ডট অর্গের মূল সহায়িকা প্রকাশিত হয় www.oooauthors.org ঠিকানার ওয়েবসাইটে। ইংরেজিতে এই সংস্করণের বাংলা সহায়িকাটি http://www.bdosn.org/ publication.php ঠিকানার ওয়েবাসাইট থেকে বিনামূল্যে নামিয়ে নেওয়া (ডাউনলোড) যাবে। এই সহায়িকা সম্পর্কে পরামর্শ, মন্তব্য openoffice@bdosn.org ঠিকানায় ই-মেইল করা যাবে।

Custom Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment