
Custom Search
বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব ফিরিয়ে আনা
সফটওয়্যার (ব্রাউজার) দিয়ে ওয়েবসাইট দেখার সময় প্রয়োজনে অনেক ট্যাব খুলতে হয়, বন্ধ করতে হয়। কিন্তু অনেক সময় বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার কাজে লাগে। তখন অনেক সমস্যায় পড়তে হয়। বন্ধ করা ব্রাউজার ট্যাব আবার ফিরিয়ে আনতে কিবোর্ড থেকে CTRL + Shift + T চাপুন। যতবার চাপবেন ততবারই বন্ধ করা ব্রাউজার ট্যাব ফিরে আসবে। এ পদ্ধতিটি সব ধরনের ব্রাউজারের ক্ষেত্রেই কাজ করে।
Labels:
general tips,
tips only
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment