ন্টারনেট থেকে নামানো অধিকাংশ ভিডিও ফাইল ফ্ল্যাশ ভিডিও ফরম্যাটের হয়ে থাকে। সাধারণভাবে এগুলো FLV ফরম্যাট নামে পরিচিত। এই ফাইলগুলো চালাতে বিশেষ মিডিয়া প্লেয়ার বা কোডেকের প্রয়োজন হয়। আরও একটি অসুবিধা হলো, এই ভিডিওগুলো কোনো ডকুমেন্ট বা প্রেজেন্টেশন ফাইলে সরাসরি ব্যবহার করা যায় না। এমনকি কোনো সিডি বা ডিভিডিতে কপি করা হলেও তা কোনো প্লেয়ারে চালানো যায় না। ইন্টারনেট থেকে নামানো ভিডিওগুলো ব্যবহার করার আগে অন্য ফরম্যাটে রূপান্তর করতে হয়।
FLV থেকে অন্য ফরম্যাটে রূপান্তরের জন্য ফ্রি এফএলভি কনভার্টার নামের সফটওয়্যারটি ব্যবহার করা যেতে পারে। বিনামূল্যেই এটি পাওয়া যায়। ফাইল রূপান্তর ছাড়াও বাড়তি বেশকিছু সুবিধা পাওয়া যায় এটিতে।
এফএলভি কনভার্টার নাম হলেও FLV ছাড়াও এটি AVI, iPOD, MPEG ফরম্যাটের ফাইল অন্য ফরম্যাটে রূপান্তর করতে পারে। সেই সঙ্গে এই সফটওয়্যার ব্যবহার করে MPEG, DiVx, Xvid, DVD এবং AVI ফাইল থেকে FLV ফাইল তৈরি করা যায়। আবার বিভিন্ন ধরনের ফাইল থেকে অডিও অংশটুকু কপি করে mp3 ফাইল তৈরি করারও অপশন রয়েছে এখানে। এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা ছাড়াও এই সফটওয়্যার দিয়ে জনপ্রিয় বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটে অনুসন্ধান করা এবং সেখান থেকে ডাউনলোড করা যায়।
http://download.cnet.com/Free-FLV-Converter/ 3000-2194_4-10832044.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি নামানো যাবে। সফটওয়্যারটি ব্যবহারের পদ্ধতি বেশ সহজ। সফটওয়্যারটি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করার জন্য আলাদা বাটন রয়েছে। ভিডিও খোঁজার সময় ইউটিউব, ডেইলি মোশন, গুগল ভিডিও, মেটাক্যাফে, মেগাভিডিও বা ইয়াহুর মতো সাইটের নাম উল্লেখ করে দিতে হবে প্রথমে। ফলাফলে পাওয়া ঠিকানাগুলো লেখার ফাইলে সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে।

Custom Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment