Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

ড্রাইভ ও ফোল্ডারের নিরাপত্তা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারে ফাইল, ফোল্ডার বা ড্রাইভের নিরাপত্তা আরও বাড়ানো যায়। এ জন্য যে ফোল্ডার বা ড্রাইভের ওপর নিয়ন্ত্রণ আরও বাড়াতে হবে।এ জন্য নির্দিষ্ট ফোল্ডার বা ড্রাইভের ওপর মাউসের ডান বাটন ক্লিক করুন।Properties হয়ে Security ট্যাবে যান। সিকিউরিটি ট্যাব না থাকলে Control Panel থেকে Folder Options চালু করুন। এখানে View ট্যাবে গিয়ে Advanced Settings-এর Use simple file sharing... টিক চিহ্ন তুলেদিয়ে OK করুন। এবার Advanced বাটনে ক্লিক করলে Advanced Security Settings for FOLDER NAME আসবে। এখানে Permission ট্যাবের Permission entries-এ যে গ্রুপ বা ব্যবহারকারীকে আপনি ফোল্ডার বা ড্রাইভটির দেখা বা মুছে ফেলা বা অন্যান্য সুবিধা দিতে চান না, সেটি নির্বাচন করে Edit বাটনে ক্লিক করুন। (Permission entries-এ যদি কোনো ব্যবহারকারীর নাম না থাকে, তাহলে Add বাটনে ক্লিক করে Advanced বাটনে এবং Find Now বাটনে ক্লিক করে ব্যবহারকারী নির্বাচন করে OK এবং OK করুন।) এখন যে যে বিষয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চান, সেগুলো Deny-তে টিকচিহ্ন দিন এবং OK করুন।
তাহলে ওই ব্যবহারকারী বা গ্রুপের ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ আরোপ বিষয়গুলোর সুবিধা পাবে না। আপনি যদি Full Control চেক করেন, তাহলে ড্রাইভ অথবা ফোল্ডারটি পড়তেই পারবে না। তবে যে ড্রাইভ বা ড্রাইভের ফোল্ডার নিয়ন্ত্রণ করতে চান, সেটি অবশ্যই এনটিএফএস ফরম্যাটের হতে হবে।

No comments:

Post a Comment

bangla font problem