Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

বিকল্প ডাউনলোড ম্যানেজার

ওয়েবসাইট থেকে কোনো কিছু নামানোর (ডাউনলোড) জন্য অনেকেই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আইডিএম) ব্যবহার করে থাকেন। ইন্টারনেটে এটি বিনা মূল্যে পাওয়া গেলেও পরীক্ষামূলক সংস্করণ হওয়ায় ৩০ দিন পরেই এর মেয়াদ শেষ হয়ে যায়। ফায়ারবক্স ব্যবহারকারীদের এ সমস্যা এড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য কম্পিউটারে কোনো ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা থাকলে সেটি আনইনস্টল করে ফেলতে হবে। এরপর Flashget.com থেকে ফ্ল্যাশগেট সফটওয়্যারটি নামিয়ে নিয়ে ইনস্টল করুন। এবার http://addons.mozilla. org/en-us/firefox/addon/220 ঠিকানায় গিয়ে Add to forefox বাটনটি চাপতে হবে। একটি পপ-আপ উইন্ডো আসবে। এবার Install Now বাটন চাপুন। অ্যাড-অনটি ইনস্টল হওয়ার পর পুনরায় ফায়ারবক্স চালু করতে হবে। ফ্ল্যাশগেট একটি মুক্ত সফটওয়্যার। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সব সুযোগ-সুবিধাই এতে রয়েছে।

No comments:

Post a Comment

bangla font problem