কাজের প্রয়োজনে প্রতিদিনই আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে হয়। স্বভাবতই এই প্রশ্ন মনে জাগতে পারে যে ওয়েবসাইটটি কোন প্রোগ্রামিং ভাষায় লেখা বা কোন ধরনের ওয়েব সার্ভারের মাধ্যমে এটি পরিচালনা করা হয়। ব্লগার, ওয়ার্ডপ্রেস, টাইপপ্যাড বা লাইভ জার্নালের মতো অনেক ব্লগিং প্লাটফর্মই এখন বেশ জনপ্রিয়। আপনার পছন্দের ব্লগসাইট হলে শুধু দেখেই বলে দেওয়া সম্ভব নয় যে এটি কোন প্লাটফর্মে তৈরি করা বা বিজ্ঞাপনের জন্য সাইটটিতে কোন প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে।
তবে সাইটোনমি ওয়েবসাইট (www.sitonomy.com) ব্যবহার করে যেকোনো ওয়েবসাইটের কারিগরি দিক সংক্রান্ত বিভিন্ন বিষয় জানা যাবে। এখানে কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখে সেটির সার্ভারের ঠিকানা, সার্ভারে ব্যবহূত সফটওয়্যার, সাইটটির প্রোগ্রামিং ভাষা, বিজ্ঞাপনের কাজে ব্যবহূত টুলের মতো আরও বিভিন্ন বিষয় জানা যাবে। এখানকার একটি বিশেষ সুবিধা হলো কোনো সাইটে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে এর বিকল্প অন্য কোন টুল ব্যবহার করা যায় সেটি জানারও অপশন রয়েছে। যেকোনো ওয়েবসাইটের ফলাফলের পাশে Alternatives সংযুক্তি থেকে বিকল্পগুলো জানতে পারা যাবে।

Custom Search
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment