Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

কম্পিউটারে লুকানো ফাইল দেখুন

কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে প্রয়োজনীয় ফাইলগুলো নষ্ট করে দেয়। তবে আক্রান্ত হলে শুরুতেই কম্পিউটারের ফোল্ডার অপশনের লুকানো (হিডেন) ফাইল দেখার অপশনটি বন্ধ করে দেয়। ফলে লুকিয়ে রাখা অনেক প্রয়োজনীয় ফাইল দেখা যায় না। এ জন্য Start মেনু থেকে Run-এ গিয়ে regedit লিখে Enter দিন। এবার HKEK_CURRENT_USER\ Software\Microsoft\ Windows\Current version\Explorer\advanced\Hidden ফাইলটিতে দুবার ক্লিক করুন এবং value data এর বক্সে 1 লিখে ok করে বের হয়ে আসুন।

No comments:

Post a Comment

bangla font problem