Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

গুগল অভিধানে আছেবাংলা ভাষা

অভিধান শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত। অনলাইনে বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষার অভিধান রয়েছে। সব কিছু ছাপিয়ে সম্প্রতি চালু হয়েছে গুগল অভিধান। বর্তমানে গুগলের এই অভিধান ইংরেজিসহ ২৮টি ভাষায় ব্যবহার করা যাবে। এসব ভাষা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে অন্যান্য ভাষায় শব্দের অনুবাদ জানা যাবে। শব্দ খোঁজার সঙ্গে সঙ্গে (Search Dictionary বাটনে ক্লিক করলে) শব্দের অর্থ তো আসবেই সঙ্গে উচ্চারণ (অডিও), সমার্থক শব্দসমষ্টির (Related phrases) অর্থ ও লিংক, প্রতিশব্দ, পদ, ছবি (যদি থাকে) এবং ওয়েব সংজ্ঞা প্রভৃতি দেখা যাবে। আর গুগল অ্যাকাউন্টে থাকা (লগ-ইন) অবস্থায় অভিধানে সার্চ করলে হিস্টোরিতে সার্চ করা শব্দগুলো সংরক্ষিত থাকবে এবং পছন্দের শব্দগুলোকে তারকাচিহ্নিত করে রাখা যাবে।
আশার কথা হচ্ছে, গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা না থাকলেও গুগল অভিধানে বাংলা ভাষা যুক্ত হয়েছে। ফলে বাংলা ভাষাভাষীদের জন্য বেশ কাজে দেবে। আর এসব ফলাফল দেখাবে ইউনিকোডে। সাইটটির ঠিকানা www.google.com/dictionary। যাদের কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করা নেই, তাঁরা বাংলা ফলাফল দেখতে পারবেন না। তাঁরা কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করার পদ্ধতি http://unicodehelpcenter.blogspot.com থেকে জেনে নিতে পারেন।

No comments:

Post a Comment

bangla font problem