Custom Search
Home SMS Earn Money Computer Tips FM Radio Home
Custom Search

ফোল্ডার অপশন ফিরিয়ে আনুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রয়োজনে জিপ ফাইল বা ফোল্ডার তৈরি করতে হয়। কিন্তু অনেক সময় ভাইরাসের কারণে Send to মেনু থেকে Compressed (zipped) Folder অপশনটি হারিয়ে যায়। এ রকম হলে Start/run-এ গিয়ে rundll32 zipfldr.dll, RegisterSendto লিখে এন্টার চাপুন। এখন কম্পিউটার রিস্টার্ট দিন। তাহলেই জিপ ফাইল/ফোল্ডার তৈরি করার Compressed (zipped) Folder অপশনটি ফিরে আসবে।

No comments:

Post a Comment

bangla font problem